নিউজ ডেস্ক:
একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর সুযোগ্য নাতি ও বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাসের হাতে বোয়ালখালীর কৃতি সন্তান অধীর বড়ুয়া ও ইলা বড়ুয়ার ২৫ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে রজতজয়ন্তী উৎসব স্মারক “আত্মকথন” নামে বইটি হস্তান্তর করেছেন বিশিষ্ট সাংবাদিক, বৌদ্ধনেতা অধীর বড়ুয়া ও সহধর্মিনী নারীনেত্রী ইলা বড়ুয়া।
২৮ মার্চ মঙ্গলবার বিকাল ৫টা বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী ফুলতলস্থ বাসভবনে এ স্মারক স্থানান্তর কালে উপস্থিত ছিলেন – শিশু উপস্থাপক পুনম বড়ুয়া, কৃতি শিক্ষার্থী সিঁথি বড়ুয়া প্রমূখ।