মোঃ মোরশেদুল হক আকবরী:
বাংলাদেশের খ্যাতনামা বেসরকারি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপ আন্তর্জাতিক আইএসও-২২০০০ (ISO-22000) সনদ এবং হ্যাচাপ সার্টিফিকেট অর্জন করেছে।
বিকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের একটি হোটেলে এজি এস কোয়ালিটি এ্যাকশন এর পরিচালক আহসান হাবিব বনফুলের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম এবং পরিচালক এম এ শুক্কুরের হাতে এ সনদ তুলে দেন।
এই সময় বক্তরা বলেন, খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবসার চেয়ে জনসাস্থ্যের বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ। আর এই নীতি অনুসরণ করে বনফুল গ্রুপ।
এই সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ মোতালেব সহ বনফুল এবং কিষোয়ান গ্রুপের উর্ধতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব বলেন, আমাদের মানুষের খাদ্য তৈরির ব্যবসাটা অত্যন্ত সেনসেটিভ, এই ব্যাবসার সাথে মানুষের জীবন মরণ সম্পর্ক রয়েছে তাই তিনি সকল কর্মকর্তা-কর্মচারীদের সচেতন থেকে কাজ করার তাগিদ দেন।