নিউজ-ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ই-সিগারেট বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন উইলিয়াম ব্রাউন নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর টেক্সাসের ফোর্ট ওর্থ এলাকায়। গণমাধ্যমের বরাতে ট্যারেন্ট কাউন্টির মেডিকেল এক্সামিনারের কর্মকর্তারা রিপোর্টে বলেছেন, গত ২৭ জানুয়ারি উইলিয়াম স্থানীয় একটি দোকানে বসে ওই ই-সিগারেটটি সেবন করছিলেন। অকস্মাৎ তার মুখের ওপর বিস্ফোরিত হয় সেটি। এর দুদিন পরে অর্থাৎ গত ২৯ জানুয়ারি মারা যান উইলিয়াম ব্রাউন।
জানা যায়, ওই বিস্ফোরণের ফলে শার্পনেল ছুটে এসে তার মুখমণ্ডলে লাগে। এতে তার কাঁধের ধমনী বিদ্ধ হয় এবং মাথার খুলি ভেদ করে চলে যায়। পরে চিকিৎসারত অবস্থায় দুদিন পর তার মৃত্যু হয়। প্রসঙ্গত, একই রকম ঘটনায় গত মে মাসে সেদের ফ্লোরিডায় এক ব্যক্তি মারা গেছেন।