বাংলাদেশ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি


প্রকাশের সময় :১ মে, ২০২৪ ৭:২২ : পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

১০ বছর পর চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুম ও দেশের সর্বোচ্চ তাপমাত্রা এটি। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৩ শতাংশ।

এর আগে ২০১৪ সালের ২১ মে এ জেলায় ৪৩ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আগামী দুয়েকদিন তীব্র তাপদাহ থাকতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

তিনি বলেন‘আগামী দুয়েকদিন পর থেকে ধীরে ধীরে তাপদাহ কমতে শুরু করবে। আগামী সপ্তাহের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

ট্যাগ :