মোস্টবেট বাংলাদেশের সেরা বুকমেকার। স্পোর্টস বেটিং, অনলাইন ক্যাসিনো সকলের জন্য সীমাবদ্ধতা ছাড়াই উপলব্ধ, এবং একটি ব্যাঙ্ক কার্ডে Mostbet withdrawal সম্ভব!
Türkiye'nin en iyi bahis şirketi Mostbet'tir: https://mostbet.info.tr/

বাংলাদেশ, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিফুসাকা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন


প্রকাশের সময় :১ সেপ্টেম্বর, ২০২১ ৮:০১ : অপরাহ্ণ

তানভীর হাসান বিপ্লবঃ

“হিফুসাকা” সর্বমহলে একটি ভালোবাসাস্পর্শিত নাম, যার সাথে মিশে আছে মানবতার মুক্তির কাণ্ডারী রাসুলে আরবীর স্মৃতিজড়িত প্রতিষ্ঠিত সংস্থা হিলফুল ফুযুলের ন্যায় গঠিত এই এই সংগঠনের পুনঃ নাম “হিলফুল ফুযুল সাহিত্য কানন” (হিফুসাকা) “সুস্থ সংস্কৃতির দুরন্ত বাহক” হিসেবে এই স্লোগানকে সামনে রেখে অবিরাম পথ চলছে দ্বীনি সেবা ও সাহিত্যস্তরে। হিফুসাকা যেমন সুন্দর নাম তেমন জনমহলে প্রসংশিত এই সংগঠনের কর্মিদের কার্যসম্পাদনা।

সংগঠনটি তাদের নিজস্ব নীতিসংবলিত সংবিধান অনুযায়ী পথ চলে, যার ধারাবাহিক সংবিধানের দ্বিতীয় অধ্যায় এর তৃতীয় পরিচ্ছদের খ” অনুযায়ী প্রতিবছর কমিটি নবায়ন করে থাকেন, এই বছর দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটি নবায়নের অনুমোদন করেছেন কর্তৃপক্ষ।

১ সেপ্টম্বর (বুধবার) সন্ধ্যা ৭ঘটিকায় কেন্দ্রীয় পরিষদের সকল পর্ষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে জুম ক্লাব মিটিং এর মাধ্যমে ২০২১-২০২২/২০২২-২০২৩ এর চূড়ান্ত কমিটি ঘোষণা করেন।

কুরআন তেলেওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়, নবকমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় পরিষদের প্রধান উপদেষ্টা গবেষক ড.ইয়াহ্ইয়া মান্নান।
নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি-সহ উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পদপদবী আমাদের মূখ্যবিষয় নয় কিভাবে নিজ নিজ জায়গা থেকে কাজের অগ্রগতিমূলক ভূমিকা রাখা যায় সেই প্রত্যাশায় আমরা কাজে নেমেছি।

◑নবনির্বাচিত কমিটির পর্ষদ সমূহ
এবং নিম্নে উপস্থাপন করা হলো..
হিফুসাকা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন ২০২১-২২/২০২২-২৩সেশন নবগঠিত তালিকা:

◑উপদেষ্টা পরিষদঃ

০১. কবি আসাদ বিন হাফিজ
০২.ড.ইয়াহ্ইয়া মান্নান
০৩.ড.মাহফুজুর রহমান আখন্দ
০৪.কবি এবিএম সোহেল রশিদ
০৫.প্রফেসর নিলুফার জাহান
০৬.কবি মুহাম্মদ ইয়াকুব
০৭.কথাশিল্পী নাসীমুল বারী
০৮.কবি মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর
০৯.কবি রফিকুল ইসলাম সাবুল
১০.কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ
১১. ড.আলহাজ্ব শরীফ সাকি
১২.কবি কে এম মাহফুজুল করিম
১৩.কবি নূরুন্নাহার নীরু

◑কার্যকরী পরিষদ

১৪. আমির বিন সুলতান ⇨সভাপতি
১৫. ড.আমিনুল ইসলাম⇨সিনিয়র সহ-সভাপতি
১৬. সেলিম ইসলাম খান ⇨সহ-সভাপতি
১৭. ওয়াজেদ বাঙালি ⇨সহ-সভাপতি
১৮. ফাতেমা হক মুক্তামণী⇨সহ-সভাপতি
১৯. এঞ্জেল নিপা⇨সহ-সভাপতি
২০. নূর মুহাম্মদ ⇨যুগ্ম সহ-সভাপতি

২১. শান্তা ইসলাম সু-আদ ⇨সাধারণ সম্পাদক
২২.আব্দুল আজিজ⇨সহ সাধারণ সম্পাদক
২৩.মোহাম্মদ জাহেদুল ইসলাম জিহাদ⇨সহ সাধারণ সম্পাদক
২৪.মাওঃ জাহিদুল ইসলাম জাহিদ⇨সহ সাধারণ সম্পাদক
২৫.মোঃ আঃ খালেক (লিটন) ⇨সাংগঠনিক সম্পাদক
২৬.মুহিব্বুল্লাহ আকরাম⇨সহ সাংগঠনিক সম্পাদক
২৭.মোঃ মনজুর আলম⇨সহ সাংগঠনিক সম্পাদক
২৮.শেখ সালেহ আহমেদ সাহি⇨যুগ্ন সহ সাংগঠনিক সম্পাদক
৩৯. হাঃ আক্তার হোসেন ⇨অর্থ সম্পাদক
৩০. মোঃ আলমগীর হোসেন⇨সহ অর্থ সম্পাদক
৩১.মাহমুদুল হাসান নাঈম⇨প্রচার সম্পাদক
৩২.জাহেদুল ইসলাম বাঁধন ⇨প্রচার সম্পাদক
৩৩. শেখ নিফাইউল ইসলাম পলাশ⇨প্রচার সম্পাদক
৩৪. আকরাম হেসাইন⇨ আইন বিষয়ক সম্পাদক
৩৫.এইস এম আল আমিন⇨দপ্তর সম্পাদক
৩৬.হাদিসুর রহমান মিছবাহ-সমাজ কল্যাণ সম্পাদক
৩৭.মোঃ জাহিদুল ইসলাম জাহিদ⇨আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
৩৮.বাইজিদ আল হাসান⇨মিডিয়া সম্পাদক
৪৯⇨মোঃ ইমাম ⇨সহ মিডিয়া সম্পাদক
৪০.ইমরোজ আহসান খান⇨শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক
৪১.খালেদ সাইফুল্লাহ মুবারক=ধর্মীয় সম্পাদক
৪২. অনন্ত আহমেদ ফুলমিয়া⇨ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
৪৩.মোঃ জাহাঙ্গীর আলম ⇨সাহিত্য সম্পাদক।
৪৪.মোঃ শরীফ উদ্দীন⇨সহ সাহিত্য সম্পাদক
৪৫.পারভীন আক্তার⇨মহিলা বিষয়ক সম্পাদক
৪৬.ইসমাঈল নূর⇨তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
৪৭.কবির আহমেদ ⇨প্রকাশনা বিষয়ক সম্পাদক
৪৮.আরমান শাহরিয়ার সৌরভ⇨ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক
৪৯.হাসান মুহাম্মদ লায়েক জনি⇨সহ-ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক
৫০.মহব্বত খান⇨মানবকল্যাণ সম্পাদক

◑বিভাগীয় পরিষদ

৫১.দেওয়ান জুলফিকার হাসনাত⇨বৈদেশিক শাখা প্রধান সমন্বয়ক
৫২. ডঃ গোপাল চন্দ্র মূখার্জী⇨ভারত বিভাগীয় প্রধান সমন্বয়ক
৫৩.এশা মল্লিক ⇨ভারত নির্বাহী মূখ্য সমম্বয়ক
৫৪.ওয়াহিদ আলহাসান⇨ঢাকা বিভাগীয় সমন্বয়ক
৫৫.তানভীর হাসান বিপ্লব ⇨চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক
৫৬.আবদুল হাই ইদ্রিছী ⇨সিলেট বিভাগীয় সমন্বয়ক
৫৭.মোঃ হাফিজুর রহমান ⇨রাজশাহী বিভাগীয় সমন্বয়ক
৫৮.ইলিয়াস মুহাম্মদ নিহাদ⇨বরিশাল বিভাগীয় সমন্বয়ক
৫৯.মোঃ ইলিয়াস হোসেন বিশ্বাস ⇨খুলনা বিভাগীয় সমন্বয়ক
৬০.মেহেনাজ পারভীন⇨রংপুর বিভাগীয় সমন্বয়ক
৬১.ডাঃ রায়হানা আক্তার ⇨ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক

◑বিশেষ জেলা সমন্বয়ক

৬২.রাজু মীর⇨ঢাকা জেলা সমন্বয়ক
৬৩. এইস এম জাহিদুল ইসলাম⇨গাজীপুর জেলা সমন্বয়ক
৬৪.এম.এ নূর নবী⇨চট্টগ্রাম জেলা সমন্বয়ক
৬৫.আমিনুল ইসলাম সুমন⇨সিলেট জেলা সমন্বয়ক
৬৬.আবদুল হান্নান পারভেজ⇨কক্সবাজার জেলা সমন্বয়ক

◑এই কমিটি সম্প্রতি ২০২১থেকে ২০২২,২০২৩ এর ২৪ জুলাই পর্যন্ত দীর্ঘ দুইবছর এর জন্য অনুমোদন দেওয়া হলো।

সর্বশেষ নবনির্বাচিত সভাপতি কবি আমির বিন সুলতান বলেন, ‘এই সংগঠন কেবলই সাহিত্য নয়। শিক্ষা,সাহিত্য, সংস্কৃতি, শান্তি, সেবা ও সামাজিক উন্নয়নই হিফুসাকা -এর মূল লক্ষ্য, পারস্পরিক সহযোগিতা,।সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পরোপকার-এর মাধ্যমে বিশ্বমানবতার কল্যাণই আমাদের একমাত্র ব্রত। আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণপোষণ, ছিন্নমূল ও পথবাসীদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার স্বপ্ন দেখি আমরা। আপনিও এই মহতি প্লাটফর্ম এর বন্ধু হোন।’

শেষে সাংগঠনিক অগ্রগতি কামনায় মোনাজাত ও দুআ’র মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগ :