মোস্টবেট বাংলাদেশের সেরা বুকমেকার। স্পোর্টস বেটিং, অনলাইন ক্যাসিনো সকলের জন্য সীমাবদ্ধতা ছাড়াই উপলব্ধ, এবং একটি ব্যাঙ্ক কার্ডে Mostbet withdrawal সম্ভব!
Türkiye'nin en iyi bahis şirketi Mostbet'tir: https://mostbet.info.tr/

বাংলাদেশ, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসবের আজ মহা অষ্টমী, কুমারী পূজা


প্রকাশের সময় :১১ অক্টোবর, ২০২৪ ৬:১৪ : পূর্বাহ্ণ

যশোর প্রতিনিধি:

অশুভ শক্তি বিনাশে নবপত্রিকা প্রতিষ্ঠার মধ্যদিয়ে মহাসপ্তমীতে দেবী দুর্গা আরাধনা সম্পন্ন শেষে আজ শুক্রবার শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী। বাঙালি সনাতনী ধর্মবিশ্বাসীদের শারদীয় উৎসবের আজ তৃতীয় দিন।

এদিন ভক্তরা তাদের অর্ঘ্য দেবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গার কমল চরণে। একইসাথে মাতৃবন্দনায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। এছাড়া আজ দুর্গোৎসবের অষ্টমী ও নবমী তিথির সন্ধিতে দেবীর ‘সন্ধিপূজা’ও অনুষ্ঠিত হবে।

প্রত্যেক পূজা মন্দির ও মণ্ডপে বৃহস্পতিবার সপ্তমী তিথীর সকালে পূজা স্থলে কদলী বা রম্ভা (কলা), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (ডালিম), অশোক, মান ও ধান উদ্ভিদের সমন্বয়ে নবপত্রিকা প্রচলিত ভাষায় কলা বৌ প্রবেশের মধ্য দিয়ে দেবীর পূজা শুরু হয়। ‘নবপত্রিকাবাসিনী নবদুর্গা’ নামে ‘নবপত্রিকাবাসিন্যৈ নবদুর্গায়ৈ নমঃ’ মন্ত্রে পূজিতা হন।

মহাসপ্তমীর এদিন মন্দির-মণ্ডপে শাস্ত্রবিধি অনুযায়ী নবপত্রিকাকে স্নান করানোর পর নতুন শাড়ি পরিয়ে মূল পূজা মন্দির বা মণ্ডপে এসে দেবী দুর্গার ডান দিকে একটি কাষ্ঠ সিংহাসনে স্থাপন করা হয়। পূজা স্থলে নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়।

শেষে ভোগ আরতি ও ভক্তবৃন্দের অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণ হয়। সন্ধ্যায় মঙ্গল আরতি অনুষ্ঠিত হয়।

আজ ১১ অক্টোবর যশোরের রামকৃষ্ণ মিশন ও আশ্রম দুর্গা মন্দিরে সকাল ৬টা ১০ মিনিটে শুরু হবে মহা অষ্টমী পূজা কল্পারম্ভ। দুর্গতিনাশিনী দেবী দুর্গার বন্দনা অনুষ্ঠানে এখানে সকাল সাড়ে ১০টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এদিন সন্ধি পূজা দুপুর ১২টা ১৩ মিনিট থেকে দুপুর ১ টা ১ মিনিট পর্যন্ত। আগামীকাল ১২ অক্টোবর সকালে মহানবমী পূজা কল্পারম্ভ এবং ১৩ অক্টোবর সকালে মহাদশমী কল্পারম্ভ-পূজা সমাপন ও দর্পণ বিসর্জন সকাল ৯ টা ৩৯ মিনিটের মধ্যে।

ট্যাগ :