স্টাফ রিপোর্টার:
চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২০ জুলাই মহররম মাস ও আরবি নতুন বছর ১৪৪৫ হিজরি শুরু হবে। তাই আগামী ২৯ জুলাই (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।
মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার (১৯ জুলাই) জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। বৃহস্পতিবার থেকে মহররম মাস ও আরবি নতুন বছর ১৪৪৫ হিজরি শুরু হবে। আগামী ২৯ জুলাই দেশে পবিত্র আশুরা পালিত হবে।
হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে থাকেন।