নিউজ ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এফ. রহমান. হল শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে হল শাখা ছাত্রশিবির। শাখা সেক্রেটারি সাইদুল ইসলামের সঞ্চালনায় শাখা সভাপতি মোনায়েম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মোহাম্মদ আলী।

ইফতার মাহফিলে প্রধান অতিথি মুহাম্মদ ইব্রাহীম বলেন, “রমজান আমাদের জন্য শুধু সিয়ামের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ত্যাগের এক অনন্য শিক্ষা। এই মাস আমাদের মনে করিয়ে দেয়, ক্ষুধার্তের কষ্ট কেমন, অসহায়দের পাশে দাঁড়ানোর গুরুত্ব কতটুকু। ইফতার সেই প্রশান্তির মুহূর্ত, যেখানে আমরা শুধু আহার করি না—আমরা ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করি, একে অপরের পাশে দাঁড়ানোর সংকল্প নিই।
আসুন, আমরা নিজেদের শুধরে নিই, ভ্রাতৃত্বের বন্ধন শক্ত করি, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকি। আল্লাহ আমাদের এই ইবাদত, এই প্রচেষ্টা কবুল করুন এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার শক্তি দান করুন।”

বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, “একজন শিক্ষার্থী শুধু নিজের জন্য নয়, সমাজ ও জাতির জন্যও দায়িত্বশীল। ইসলামী ছাত্রশিবির সেই শিক্ষার চর্চা করে—নৈতিকতা, জ্ঞান ও আদর্শ নেতৃত্ব বিকাশের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গঠনে কাজ করছি। আমাদের এই পথচলা একা নয়, বরং সকল সৎ ও সচেতন মানুষের সহযোগিতায় সামনে এগিয়ে যাবে।”
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা সাহিত্য সম্পাদক ইসহাক ভূইয়া, বিতর্ক সম্পাদক দ্বীন ইসলাম সহ শাখা নেতৃবৃন্দ।
প্রায় ২ শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল খাবার রুমে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল।