মোঃ সেলিম (সাতকানিয়া প্রতিনিধি):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ:) (শাহ সাহেব) কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৪৯তম চুনতী সীরাতুন্নবী (সা:) মাহফিলের শেষ দিন আগামীকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার। ১০ নভেম্বর রোববার থেকে শুরু হওয়া এ মাহফিল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আগামীকাল। চুনতী সীরাত ময়দানে আয়োজিত মাহফিল উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এদিন নবীজি (সা.)-এর জীবনীসহ ইসলামের নানা বিষয়ে আলোচনা করেন মাওলানা হাবিবুল ওয়াহেদ ও মাওলানা শফিউল আলম নুরী।
মাওলানা হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ, সাতকানিয়া সার্কেলের এএসপি মো. হাসানুজ্জামান মোল্লা, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন চুনতি সীরাতুন্নবী (সা:) মাহফিল পরিচালনা কমিটির সদস্য শাহজাদা মো. আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার, আলহাজ মৌলানা অলি উদ্দিন, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহেদুর রহমান প্রমুখ।