বাংলাদেশ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ


প্রকাশের সময় :১ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩৯ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে সরকার। এ কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

রবিবার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বার্তায় এই নির্দেশনার কথা জানানো হয়।

সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ আগস্ট স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী ১ সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়।

ট্যাগ :