বাংলাদেশ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে মজুত করায় ২৮৫ বস্তা পেঁয়াজ ১১৬ টাকা দরে বিক্রির নির্দেশ


প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২৩ ৩:২৭ : অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে আড়তে মজুত করে রাখা ২৮৫ বস্তা পেঁয়াজ পাইকারি ১১৬ টাকা দরে বিক্রির নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মূল্যতালিকা না থাকায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে চৌমুহনী দক্ষিণ বাজারে হক অ্যান্ড সন্স ও খগপতি ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া।

তিনি বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালানো হয়। এতে পেঁয়াজের মূল্যতালিকা না থাকায় হক অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুত করে রাখা ২৮৫ বস্তা পেঁয়াজ ১১৬ কেজি দরে পাইকারি বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে খগপতি ভান্ডারকে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী এবং চৌমুহনী ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :