মোস্টবেট বাংলাদেশের সেরা বুকমেকার। স্পোর্টস বেটিং, অনলাইন ক্যাসিনো সকলের জন্য সীমাবদ্ধতা ছাড়াই উপলব্ধ, এবং একটি ব্যাঙ্ক কার্ডে Mostbet withdrawal সম্ভব!
Türkiye'nin en iyi bahis şirketi Mostbet'tir: https://mostbet.info.tr/

বাংলাদেশ, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে ২০২৫ সাল নিয়ে যত শঙ্কা ও সম্ভাবনা


প্রকাশের সময় :৯ ডিসেম্বর, ২০২৪ ৭:১২ : অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:

১৬ শতকের ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুস তাঁর ভবিষ্যদ্বাণীর জন্য পরিচিত। ছোট ছোট কবিতায় পৃথিবীতে ঘটে যাওয়া অনেক বড় বড় ঘটনার পূর্বাভাস তিনি কয়েক শ বছর আগেই দিয়ে গিয়েছিলেন বলে দাবি করা হয়। এসব ভবিষ্যদ্বাণীর মধ্যে লন্ডনের মহাকাণ্ড, হিটলারের উত্থান, যুক্তরাষ্ট্রের টুইট টাওয়ার হামলা এবং কোভিড-১৯ মহামারির মতো অনেক ঘটনার কথা উল্লেখ আছে।

এ অবস্থায় নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আসন্ন নতুন বছরটি (২০২৫ সাল) কেমন যেতে পারে, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট।

গবেষকেরা বলছেন, চলতি বছর আর্থিক দুর্দশা এবং রসদের অভাব একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের ইতি ঘটাতে পারে বলে ইঙ্গিত রয়েছে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে। এই সময়ের প্রেক্ষাপটে নস্ত্রাদামুসের একটি কবিতার লাইনগুলো ছিল এমন—‘দীর্ঘ যুদ্ধে ক্লান্ত সৈন্য দল। আর স্বর্ণ বা রুপা নয়, বরং চামড়া মুদ্রায় বদলে যাবে।’

বিশেষজ্ঞদের ধারণা, এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইঙ্গিত। ফ্রান্স এবং তুরস্ক এই যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে পারে।

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী ঠিক হলে শঙ্কা আছে যুক্তরাজ্যের জন্য। ভবিষ্যদ্বাণীতে একটি নিষ্ঠুর যুদ্ধ এবং একটি প্রাচীন প্লেগের পূর্বাভাস আছে এই দেশটি নিয়ে। বলা হচ্ছে, এই প্লেগের ধ্বংসাত্মক প্রভাব বর্তমান রাজপরিবারের বিভাজন এবং রাজনৈতিক টানাপোড়েনের প্রতীক হতে পারে।

নস্ত্রাদামুস আরও ভবিষ্যদ্বাণী করেছেন, ‘হারবিঞ্জার অব ফেট’ বা ‘ভাগ্যের আশ্রয়দাতা’ নামে একটি বিশাল উল্কা পৃথিবীর কাছাকাছি আসতে পারে। তাঁর কবিতায় উল্লেখ আছে—‘মহাকাশ থেকে একটি আগুনের গোলা আসবে, ভাগ্যের আশ্রয়দাতা, বিশ্ব অনুনয় করে। মহাজাগতিক নৃত্যে বিজ্ঞান আর ভাগ্য, পৃথিবীর ভাগ্য, দ্বিতীয় সুযোগ।’

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুসারে, ব্রাজিল প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হতে পারে। তিনি লিখেছিলেন—‘নতুন শহরের কাছে পৃথিবীর বাগান, এটি জব্দ হবে এবং টবে নিমজ্জিত করা হবে, সালফার দ্বারা বিষাক্ত জল পান করতে বাধ্য করা হবে।’

অনেকে মনে করেন, নস্ত্রাদামুসের এই লাইনগুলো আমাজন বনের জন্য একটি সতর্কবার্তা।

একটি জলজ সাম্রাজ্যের উত্থানের ইঙ্গিতও রয়েছে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে। এ বিষয়ে তাঁর কবিতার লাইনগুলো ছিল—‘গভীর থেকে এক শাসক উঠে আসবেন। প্লাবনের মাঝে নতুন সাম্রাজ্যের জন্ম হবে।’

বিশেষজ্ঞরা বলছেন, এটি হয়তো মহাপ্লাবনের মতো কোনো ঘটনার মাধ্যমে একটি নতুন সাম্রাজ্য সূচনার ইঙ্গিত।

উল্লেখ্য, ২০২৪ সালের জন্য নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে জাপানে শক্তিশালী ভূমিকম্পের কথা বলা হয়েছিল, বাস্তবেও এমনটি হয়েছে। তবে পোপ বা রাজা চার্লসের পদত্যাগের মতো ভবিষ্যদ্বাণীগুলো এখনো বাস্তব হয়নি।

ট্যাগ :