দেশব্যাপী শিক্ষানবীশ সংবাদকর্মী আবশ্যক:
সংবাদকর্মী হিসেবে কাজ করতে চাইলে অথবা আপনার আত্নবিশ্বাস,আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে আপনিও একাত্তর বাংলা নিউজ-Ekattor Bangla News এ সংবাদকর্মী হিসাবে আবেদন করতে পারেন। আপনি আপনার শহরের-জেলার-উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদ ছবিসহ (সম্ভব হলে ভিডিও ফুটেজসহ) প্রেরণ করতে পারেন।
সংবাদ ছাড়াও আপনি বিশেষ প্রতিবেদন,রাজনীতি-শিল্প- সাহিত্য-সঙ্গীত-নাট্য ব্যক্তিত্বের সাক্ষাৎকার (সম্ভব হলে ভিডিও ফুটেজসহ) পাঠাতে পারেন।
যেসব জেলার আগ্রহী প্রার্থীরা সংবাদকর্মী হিসাবে আবেদন করতে পারবেন:
(সব জেলা) বিশেষ করে–
• নীলফামারী • রংপুর • নরসিংদী • গাজীপুর • শরীয়তপুর • নারায়ণগঞ্জ • ঢাকা • মুন্সিগঞ্জ • রাজবাড়ী • মাদারীপুর • ফরিদপুর • সিলেট • ভোলা • মাগুরা • মেহেরপুর • নড়াইল • যশোর • রাজশাহী • সিরাজগঞ্জ • নোয়াখালী • ব্রাহ্মণবাড়িয়া• চট্টগ্রাম।
এ জেলাসমূহের বিশ্ববিদ্যালয়গুলোয় (যদি থাকে) সংবাদকর্মী হতে আগ্রহীরাও আবেদন করতে পারেন।
দেশের বাইরে প্রতিনিধি হতে আগ্রহীরাও আবেদন করতে পারেন। এক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশীরাই আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ই-মেইল করুন➡
news.ekattorbangla@gmail.com এই মেইলে আবেদন পাঠাতে পারেন, প্রয়োজনে এই মোবাইল: 01816-030473, 01624-983669 নাম্বারে যোগাযোগ করতে পারেন।।