স্টাফ রিপোর্টার:
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। দুপুরে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৫ নভেম্বর)চায় আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে।
এর আগে গতকাল রবিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মুহাম্মদ আজমী গণমাধ্যমকে জানিয়েছিলেন, আমরা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে পিটিশনের প্রস্তুতি নিচ্ছি। আজ বা আগামীকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদনটি পেশ করতে
পারি।
গত ১৯ নভেম্বর বৃহত্তর ঢাকা সিটি করপোরেশনের প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে রিটের আদেশে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করা হয়।
এর পর থেকেই রাজধানীতে দফায় দফায় অবরোধ, বিক্ষোভ করে আসছে ব্যাটারিচালিত রিকশাচালকরা।