বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

হাঁটতে বের হয়ে নিখোঁজ চবি শিক্ষার্থী! বাবাও আইসোলেশনে


প্রকাশের সময় :৭ জানুয়ারি, ২০২১ ৪:৫৩ : পূর্বাহ্ণ

চবি প্রতিনিধিঃ

হাঁটতে বের হয়ে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এসএম আবরার লাবিব। 

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকাল ৫টা থেকে নিখোঁজ রয়েছেন তিনি।

পরে এই ঘটনায় বুধবার (৬ জানুয়ারি) নগরীর ডাবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে লাবিবের পরিবার।

জানা গেছে, নিখোঁজ লাবিব চট্টগ্রাম নগরীর চৌমুহনী এলাকায় চাচার বাসায় থেকে পড়াশোনা করতেন।

লাবিবের ফুফাতো ভাই মোহাম্মদ সাদী বলেন, লাবিবের বাবার করোনা পজিটিভ। তিনি দীর্ঘদিন ধরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি আছেন। প্লাজমা থেরাপি দেওয়ার পরে কিছুটা সুস্থ বোধ করেন তিনি। এতোদিন বাবার দেখাশোনা করতে হাসপাতালে ছিল লাবিব। মঙ্গলবার বিকেল ৫টার দিকে হাসপাতাল থেকে হাঁটতে বের হয়ে সে আর ফিরে আসেনি।

ডবলমুরিং থানার তদন্ত কর্মকর্তা এসএম মানিক বলেন, ‘আজকে সকালে থানায় জিডি করা হয়েছে। আমরা পদক্ষেপ নিচ্ছি। বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।’

ট্যাগ :