পটিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় মাজারের ওরশের জন্য টাকা তুলতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় মো. ফয়সাল ইসলাম জিসান নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (৯ নভেম্বর) বিকেল তিনটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ার দীঘির দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ইসলাম জিসান (১১) কচুয়াই ইউনিয়নের পুর্ব আজিমপুর গ্রামের মোহাম্মদ ফারুকের দ্বিতীয় ছেলে।
পটিয়া থানার এসআই বোরহান উদ্দিন বলেন, স্থানীয় নুরুদ্দিন শাহের মাজারের ওরশের চাঁদা তুলছিল ওরশের আয়োজকরা। এসময় ফয়সাল ইসলাম জিসান সড়ক থেকে টাকা নিতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়। ঘাতক গাড়িটি পালিয়ে যায়।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাঁদা তোলার স্থাপনাটি ভেঙে দিয়ে মাইক খুলে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এই ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ করেননি।
কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম জানান, লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে লাশটি দ্রুত বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পরিবারের পক্ষ থেকে লাশের ময়নাতদন্ত না করার অনুরোধ জানালে পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে। বিকেলে পারিবারিক কবরস্থনে লাশটি দাফন করা হয়।