বাংলাদেশ, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

হাঁচি দেওয়ার পর ঘুরিয়ে দেওয়া হলো বিমান


প্রকাশের সময় :১৩ মার্চ, ২০২০ ৫:৪৮ : পূর্বাহ্ণ

নিউজ ডেস্কঃ

করোনা ভাইরাসের আতঙ্কে যুক্তরাষ্ট্রে গন্তব্য স্থলে যাওয়ার আগেই যাত্রা শেষ করেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান। কলোরাডো থেকে নিউ জার্সিতে যাচ্ছিল বিমানটি। যাত্রাপথে হাঁচি দেয় এক যাত্রী। এতে আতঙ্ক তৈরী হয় গোটা বিমান জুড়ে।

সবার ধারণা ওই যাত্রী করোনাতে আক্রান্ত। আর প্রাণঘাতি করোনা ঝুঁকি এড়াতে বিমানের বাকি সবার অনুরোধে ঘুরে গেলো বিমান। শেষ পর্যন্ত ডেনভার আন্তজার্তিক বিমানবন্দরে নামিয়ে দেওয়া হলো যাত্রীদের।

তবে যাত্রীদের ধারণা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে হাঁচি দেওয়া ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নয়। এলার্জি জনিত সমস্যার কারণেই যাত্রাপথে তার হাঁচি হয়েছে। আর এই থেকেই বিমান জুড়ে তৈরী হয়েছে শংকা।

ট্যাগ :