বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশি এক পরিবারের ৬ জনের লাশ উদ্ধার


প্রকাশের সময় :৬ এপ্রিল, ২০২১ ৩:১১ : পূর্বাহ্ণ

প্রবাস ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের উপকণ্ঠের একটি বাড়ি থেকে একই পরিবারের ৬ বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা অভিবাসনের মাধ্যমে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয়েছিলেন।

সোমবার (৫ এপ্রিল) স্থানীয় সময় সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সে দেশের পুলিশের ধারণা, পরিবারের ছয় সদস্যের মধ্যে দুই ভাই অন্য চার সদস্যকে হত্যা করে পরে নিজেরা আত্মহত্যা করেন।

পুলিশ আরও জানায়, ওই পরিবারের ওই পরিবারের কোনো এক সদস্য আত্মহত্যা করেছেন বলে তাদের পারিবারিক এক বন্ধু আমাদেরকে জানানোর পরেই আমরা সেখানে যাই।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডালাস মর্নিং নিউজকে পুলিশ সার্জেন্ট জন ফেলতি জানান, ‘ধারণা করা হচ্ছে- ওই পরিবারের দুই ভাই আত্মহত্যা করার ব্যাপারে একমত হন এবং এর আগে তাদের পুরো পরিবারকে সঙ্গে করে নিয়ে যাওয়ার (হত্যার) সিদ্ধান্ত নেন।’

নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে জানিয়েছে, নিহতদের মধ্যে দু’জন টিনএজ বয়সী ভাই, তাদের এক বোন, তাদের বাবা-মা এবং দাদি রয়েছেন।

এই হত্যাকাণ্ড কখন ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, শনিবার অথবা রোববার এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

ট্যাগ :