বাংলাদেশ, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আগামী ১ ও ৩১ অক্টোবর দেখা যাবে ব্লু-মুন


প্রকাশের সময় :২১ সেপ্টেম্বর, ২০২০ ৬:২৭ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলের নাম হলেও এবার বাস্তবিক অর্থে দেখা যাবে ব্লু-মুন বা নীল চাঁদ। আগামী ১ এবং ৩১ অক্টোবর আঁধার কালো আকাশের বুকে দেখা যাবে নীল চাঁদ। বিজ্ঞানীরা বলছেন, অক্টোবর মাসে দু’টি পূর্ণিমা হবে আর তাই দেখা যাবে নীল চাঁদ। আর পুরো বিশ্বের সর্বত্র একসঙ্গে এমন নীল চাঁদ দেখার এই ঘটনাটি ঘটবে মাত্র দ্বিতীয়বারের মতো। এর আগে ১৯৪৪ সালে প্রথমবারের মতো সর্বত্র এমন ব্লু মুন দেখা গিয়েছিল।

তবে পৃথিবীর নির্দিষ্ট কিছু স্থান থেকে আংশিকভাবে আরও কয়েক দফা ব্লু মুন দেখা গিয়েছিল। ২০০১ সালে সর্বশেষ এমনটা হয়েছিল। সাধারণত ১৯ বছর পর পর পৃথিবীবাসী ব্লু মুন দেখার সুযোগ পায়। সেই হিসেবে এবার ২০২০ সালে আবারো এসেছে ব্লু মুন। এরপর ২০৩৯ সালের আগে আর ব্লু মুন দেখা যাবে না।

ট্যাগ :